মোবাইল


আমরা অনেকেই একাধিক সীম ব্যবহার করি। আবার প্রয়োজনে/অপ্রয়োজনে প্রায়ই সীম কিনে ফেলে রাখি, এবং নাম্বার ভুলে যাই। আজ আমি কিছু হিডেন কোড শেয়ার করব যা দিয়ে আপনি আপনার ভুলে যাওয়া সীম নাম্বারটি সহজেই জেনে নিতে পারবেন। যাহোক প্যাচাল বাদ দিয়ে দেখে নেই কোড গুলো।

আপনার নাম্বার ভুলে যাওয়া সীমটি যে কোন মোবাইলে লাগান। এবং নীচের কোড অনুযায়ী কাজ করুন।
কোডটি গ্রামীনের জন্য # gp user-*111*8*2#

কোডটি রবি/একটেলের জন্যrobi user-*140*2*4#

কোডটি বাংলা লিন্ক এর জন্য banglalink user-*666#
   
কোডটি এয়ারটেলের জন্য airtel user-*121*6*3#


আপনাদের কাজে লাগলেই আমি স্বার্থক। সাথে থাকায় আপনাকে ধন্যবাদ।

কোডগোলা মোবাইল স্ক্রীণে টাইপ করে সেন্ড বা ইয়েস বাটন প্রেস করুন। দেখুন আপনার নাম্বার চলে আসছে

No comments:

Post a Comment